যশোর বোর্ডে ২৪৪ জনের ফলাফল পরিবর্তন


প্রকাশিত: ০২:০০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনীরিক্ষণে যশোর বোর্ডে ২৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর শিক্ষাবোর্ড পুনঃনীরক্ষণের এ ফলাফল ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ফল পুনঃনিরীক্ষার জন্য যশোর বোর্ডে মোট ৪৪ হাজার ৮০২টি আবেদন জমা পড়ে। শিক্ষার্থীদের এই উত্তরপত্রগুলো পুনঃনীরক্ষণ করে মোট ২৪৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন এবং অনুত্তীর্ণ ৯৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর পূর্বের ফলাফলে অনুত্তীর্ণ দুই শিক্ষার্থী পুনঃনীরক্ষণে জিপিএ-৫ পেয়েছে।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।