রাবিতে দুই শিক্ষার্থীর টাকা ছিনতাই


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকাশ্যে দিবালোকে দুই শিক্ষার্থীর কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পশ্চিমে পাশ থেকে ভাষা বিভাগের শিক্ষার্থী মনোয়ারা খাতুন ও  রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম এ ঘটনার শিকার হন।

ভুক্তভোগী শিক্ষার্থী মনোয়ারা খাতুন জানায়, তিনি ও তার বন্ধু আরিফুল ইসলাম সিনেট ভবনের পশ্চিমে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরবাইকে অপরিচিত তিন যুবক প্রথমে তাদের কাছে জানতে চায় তারা ক্যাম্পাসের শিক্ষার্থী কিনা। পরে পরিচয় জেনে তাদের পুলিশে দেয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এক পর্যায়ে তাদের কাছে থাকা মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে মানিব্যাগ ফিরে দেয়া হয়। তবে মানিব্যাগ থাকা ৩৮০০ টাকা ও দুইটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।