হজ চিকিৎসক দলের প্রশিক্ষণ কাল, থাকবেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৩ পিএম, ১৮ জুন ২০১৯

হজ চিকিৎসক দলের সংশোধিত তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় ঘোষিত ২৩০ সদস্যের ‘হজ চিকিৎসক দল- ২০১৯’ এর সদস্যদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মন্ত্রণালয়।

আগামীকাল বুধবার সকাল ১১টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

এছাড়া স্বাস্থ্য সচিব ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও অন্যান্য হাব নেতারা উপস্থিত থাকবেন।

হজ চিকিৎসক দলে ১০৫ চিকিৎসক, ৭৫ জন নার্স, ৪০ জন ফার্মাসিস্ট, ১০ জন ওটি সহকারী ও ল্যাবরেটরি সহকারীসহ মোট ২৩০ সদস্য রয়েছেন।

সৌদি আরবে হজের আগে, হজ চলাকালীন ও হজ-পরবর্তী সময়ে বাংলাদেশি অসুস্থ হজযাত্রীদের কীভাবে উন্নত চিকিৎসা প্রদান নিশ্চিত করতে হবে সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতার ধারণা প্রদান করতে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল (সোমবার) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে হজ চিকিৎসক দলের সকল সদস্যকে যথাসময়ে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

এমইউ/এমএআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।