ফেনীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

ফেনীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহারি অভিযোগ উঠেছে ব্যাটারিচালিত টমটমের শ্রমিক নুরুল হকের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সুলতানপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবত ওই এলাকার আবু তাহেরের মেয়ে স্কুলে যাওয়ার সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল নুরুল হক। ভয়ে বিষয়টি শিশুটি পরিবারের কাউকে না জানানোর করণে নুরুল হক আরো বেপরোয়া হয়ে ওঠে।  

প্রতিদিনের ন্যায় স্থানীয় আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ভান্ডারী পুকুর এলাকা থেকে কৌশলে তার দোকানে নিয়ে যায়। এ সময় ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালানো হয়।

এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে নুরুল হক পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, নুরুল হক ব্যাটারিচালিত টমটম চার্জের দোকান রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি সুলতানপুর এলাকার চৌকিদার বাড়ির আলতু মিয়ার ছেলে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসিম কুমার সাহা জানান, প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

জহিরুল হক মিলু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।