কুবি শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি পালন


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পূণর্বহালের দাবিতে এবং অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মবিরতি পালন করে।
 
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কুবির প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষক সমিতি। পরে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘ঘোষিত পে স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে এবং সরকার বিষয়টিকে সমাধানের প্রক্রিয়া এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, সরকার শিক্ষকদের বেতন কাঠামো দেয়ার জন্য ২০০৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমলাতন্ত্রিক কারণে আমরা এখনও আমরা সেই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আইনুল হক বলেন, আমরা খুবই আশাবাদী সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা দ্রুত শিক্ষা কার্যক্রমে ফিরে যাবো।  

অবিলম্বে সরকার শিক্ষকদের এসব দাবির মূল্যায়ন করবেন এবং বিষয়টির সমাধান করবে বলে আশাবাদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। পরে শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি এবং আগামী রোববার ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মহাসমাবেশে যোগ দেয়ার ঘোষণা দেন কুবির শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।