রাজশাহী বোর্ডে ৭৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুন: নিরীক্ষণে ৭৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুন: নিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ২৪ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, এ বছর ফলাফল পুন: নিরীক্ষণের আবেদনের করেছিলেন ৩২ হাজার ৯১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে। আর বাকি ২৪ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ করে পাস করানো হয়েছে। সব মিলিয়ে এ বছর এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ করে মোট ৭৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।