ফেসবুকে সু চির নির্বাচনী প্রচারণা
ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে চলতি বছরের নভেম্বরের ৮ তারিখের নির্বাচনের প্রচারণা শুরু করেছেন মায়ানমারের বিপ্লবী নেত্রী অং সান সু চি। দেশটির বিরোধীদলীয় এ নেত্রী মঙ্গলবার তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেছেন। খবর দ্য হিন্দুর।
বার্মিজ ও ইংরেজি ভাষায় দেয়া ভিডিও বার্তায় সু চি বলেন, এটা আমাদের দেশের ঘুরে দাড়ানোর একটি মাহেন্দ্রক্ষণ। প্রথম বারের মতো দেশের মানুষ দেশে প্রকৃত পরিবর্তন আনার সুযোগ পাবে।
এনএলডি নেত্রী সুচি বলেন, আমরা আশা করবো পুরো বিশ্ব জানুক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ।
কয়েক যুগ ধরে দেশটিতে সেনা সমর্থিত জান্তা সরকারের শাসন চলছে। দেশটিতে আগামী ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে অন্তত ৯০টি দল অংশ নেয়ার কথা রয়েছে। গণতন্ত্রের পথে এটিকে দেশটির বড় অগ্রযাত্রা বলে বলা হচ্ছে।
সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সর্বশেষ ১৯৯০ সালে দেশটির নির্বাচনে অংশ নেয়। সেসময় এনএলডি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৎকালীন সেনাবাহিনী দলটিকে সরকার গঠন করতে বাধা দেয়। পরে দলটির প্রধান সুচিকে গৃহবন্দী করে রাখার অভিযোগে দেশটিতে ২০১০ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকে এনএলডি।
এসআইএস/আরআইপি