ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৭ জুন ২০১৯

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত সিদ্দিকুর রহমান নগর পুলিশের ট্রাফিক বিভাগের টাউন উপ-পরিদর্শক (টিএসআই) হিসেবে বন্দর জোনে কর্মরত ছিলেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানান, ইয়াবাসহ গ্রেফতার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রাছিব খান। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে সিদ্দিকুর রহমানকে ১০ হাজার ইয়াবা ও ৮০ হাজার টাকা এবং মোটরসাইকেলসহ গ্রেফতার করে র‌্যাব ও কাউন্টার টেররিজম ইউনিট।

আবু আজাদ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।