বাংলাদেশ-জর্ডান ম্যাচ শুরু


প্রকাশিত: ১১:২২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। তবে ম্যাচের শুরুতেই বিতর্কিত পেনাল্টিতে ১-০ গোলে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়া অঞ্চলের বাছাইয়ের ‘বি’ গ্রুপের  ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টায়।

শক্তির বিচার করলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে জর্ডান। ফিফা র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ১৭৩ নম্বরে সেখানে জর্ডানের অবস্থান ৯১তম। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের বলার মতো কিছু না থাকলেও জর্ডানের সাফল্য ঈর্ষণীয়। দেশটি এএফসি এশিয়ান কাপে ২০০৪ ও ২০১১ সালে শেষ আটে খেলেছে।

এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-৫ গোলের বড় ব্যবধানে হেরেছে মামুনুলরা। আর অপরদিকে কিরগিজস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে জর্ডান।

বর্তমানে ‘বি’ গ্রুপে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতেই হার, একটিতে ড্র করে পয়েন্ট মাত্র ১। অন্যদিকে জর্ডান দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে ড্র করে চার পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ দল: রাসেল মাহমুদ (গোলরক্ষক), তপু বর্মণ, ইয়াসিন খান, মুন্না ইয়ামেন আহমেদ, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম(অধিনায়ক), জাহিদ হাসান এমিলি, নাসিরুল ইসলাম, মোনায়েম খান রাজু, আতিকুর মিশু, জুয়েল রানা।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।