ধর্ষণ মামলায় কৃষকলীগ নেতার যাবজ্জীবন


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বগুড়ায় ধর্ষণ মামলায় কৃষকলীগ নেতা আনিসুর রহমান ওরফে লিটনকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম মমতাজ পারভিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আনিসুর রহমান ওরফে লিটন শিবগঞ্জ উপজেলার বাদলাদিঘী গ্রামের মোজাম্মেল প্রামাণিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার বাদলাদিঘী গ্রামের এক কিশোরী বাবার বাড়ি থেকে ফুফুর বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় গ্রামের রাস্তায় একা পেয়ে লিটন তাকে জোরপূর্বক ধষর্ণ করে। পরে ঘটনাটি স্থানীয়ভাবে আপোষ করতে ব্যর্থ হওয়ায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ২১ অক্টোবর থানায় মামলা দায়ের করে।

পরে আদালতে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আসামি ও বাদীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্ত আনিসুর রহমান লিটন রায় ঘোষণার পর সাংবাদিকদের জানান, তিনি বগুড়া জেলা কৃষক লীগের কমিটির সদস্য। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। আর এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন ও আসামিপক্ষে ছিলেন অ্যাড. বিনয় কুমার দাস বিষু।

লিমন বাসার/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।