বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাার্ষকীতে এক কোটি বৃক্ষরোপণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এসব বৃক্ষ ভবিষ্যতে বায়ুদূষণ রোধসহ দেশের সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে ‘আসুন বায়ুদূষণ রোধ করি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বেলাল হোসেন এ তথ্য জানান।
পরিবেশ অধিদফতরের অতিরিক্ত সচিব মনজুরুল হান্নান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ, পরিবেশবিদ আইনুন নিশাত, সৈয়দা রিজওয়ানা হাসান, অতিরিক্ত সচিব বেলাল হোসেন, এম মনসুর উল আলম, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ ব্রিক মার্চেন্ট ওনার অ্যাসোসিয়েশনের মহাসচিব আলহাজ আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন, রাজধানীসহ সারাদেশে বায়ুদূষণের পরিমাণ ক্রমেই বাড়ছে। দূষণ কমানোর বিষয়টি সরকারের একার নয়। সরকারের উদ্যোগের পাশাপাশি কী কী কারণে বায়ুদূষণ হয়, এর কুফল কী কী; এ থেকে পরিত্রাণ পেতে কী করা প্রয়োজন ইত্যাদি সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে পারলে বায়ুদূষণ কমানো সম্ভব।
এমইউ/বিএ/জেআইএম