‘নিউইয়র্ক হোটেলে’ কর্মচারীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৬ জুন ২০১৯
প্রতীকী ছবি

কাজে যোগদানের সপ্তাহ না পেরুতেই রাজধানীর সেগুনবাগিচায় ‘নিউইয়র্ক’ নামক আবাসিক হোটেল থেকে আবুল কালাম আজাদ (৪৩) নামে এক কর্মচারির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

রোববার (১৬ জুন) ভোরে নিউইয়র্ক হোটেলের পঞ্চম তলার টিনসেড ছাদের অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, নিহত আবুল কালাম আজাদ নিউইয়র্ক আবাসিক হোটেলের কর্মচারী হিসেবে গত ১০ জুন যোগদান করেন।

শাহবাগ থানার এসআই মনসুর আহমেদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এসআই মনসুর বলেন, হোটেলের মালিক আব্দুস সালামের আত্মীয়। সেই সুবাদে সেখানে চাকরি করে আসছিল। কয়েক বছর আগে আজাদ হোটেলটিতে দুই বছর চাকরি করে ফিরে যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন, লেনদেনও সমস্যা ছিল। ১০ জুন তিনি পুনরায় ফিরে হোটেলটিতে যোগদান করেন। মাঝে তিনি দুইদিন আসেননি। সর্বশেষ তার পদচারণা ছিল শনিবার পর্যন্ত।

তিনি সন্ধ্যায় অথবা রাতের কোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।