বাড্ডায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৯ জুলাই ২০১৪

বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার সকাল থেকে হোসেন মার্কেটের সামনে অবস্থান নিয়ে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে।

বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা পোশাক কারখার ও আশপাশের ভবনে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভের কারণে সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বাড্ডা লিংক রোড - নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ ছিল।

ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।