রাজধানীতে কাল থেকে জাতীয় ফল প্রদর্শনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৫ জুন ২০১৯

রাজধানীতে আগামীকাল রোববার ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১৯ ও জাতীয় ফল প্রদর্শনী শুরু হবে। সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের আ. কা. মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১০টায় বৃক্ষ রোপণ ও ফল চাষের ওপর সেমিনার হবে। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১৯ ও জাতীয় ফল প্রদর্শনীর এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার।’

জাতীয় ফল প্রদর্শনী ১৮ জুন পর্যন্ত চলবে। বাংলাদেশের প্রায় সব ফলই স্থান পাবে এ মেলায়। এ ছাড়া ফলদ বৃক্ষ রোপণ পক্ষ চলবে ৩০ জুন পর্যন্ত।

এফএইচএস/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।