২০৩০ সালের মধ্যে বেকারত্বের অবসান : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৪ জুন ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অবসান ঘটানো হবে।’

শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে শ্রমবাজারে বিপুল কর্মক্ষম জনশক্তির আগমন। অন্যদিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রমিকের চাহিদা কমে যাওয়ায়, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং এর সমাধানে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার শিল্পখাতে কর্মসৃজনের লক্ষ্যে ব্যবসার বিনিয়োগ পরিবেশ আধুনিকায়ন, শ্রমিকের সুরক্ষা জোরদার করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিক হারে কর্মে প্রবেশ উপযোগী আইন, রীতিনীতি, কৌশল, সংস্কারের জন্য তিন বছর মেয়াদি কার্যক্রম শুরু করেছে।’

নতুন বাজেটে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যুবকদের মধ্যে সবধরনের ব্যবসার উদ্যোগ স্টার্টআপ সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা চলতি অর্থবছরের (২০১৮-১৯) বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।’

পিডি/বিএ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।