শরীয়তপুরে নালিশী জমিতে ঘর নির্মাণের অভিযোগ


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কোরালতলী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় নুরুল ইসলাম হাওলাদার ও তার লোকজন আদালতের আদেশ উপেক্ষা করে নালিশী ভূমিতে স্থায়ীভাবে বিল্ডিং নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী শের আলী সরদার।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার ৬৩নং কোরালতলী মৌজার ৩০৫নং দাগে ৫.৫০ শতাংশ জমির মালিক স্থানীয় শের আলী। পার্শ্ববর্তী ১৪ শতাংশ জমির মালিক নুরুল ইসলাম হাওলাদার। কিন্তু দুই জনের জমির সঠিক অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

নুরুল ইসলাম হাওলাদার উক্ত জমিতে পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে শের আলী সরদার জমির সঠিক বণ্টনের জন্য ভেদরগঞ্জ সহকারি জজ আদালতে মামলা করেন। আদালত নালিশী জমির উপর গত ১৮ আগস্ট অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বর্তমানে নুরুল ইসলাম হাওলাদার সেখানে বহুতল ভবন নির্মাণ করছেন।

সোমবার সরজমিনে দেখা যায়, নালিশী ভূমিতে নুরুল ইসলাম হাওলাদারের চুক্তিভুক্ত শ্রমিকরা একটি বহুতল ভবনের প্রথম তলার ছাদ ঢালাই দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে নুরুল ইসলাম হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম হাওলাদার জাগো নিউজকে বলেন, এ জমির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। তাই আমরা কাজ করছি। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাগজটি দেখানোর জন্য অনুরোধ করলে তিনি বলেন, কাগজটি এখনো হাতে পাইনি। দু`একদিনের মধ্যে পেয়ে যাবো।

মামলার বাদী শের আলী সরদার জাগো নিউজকে বলেন, ওই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বিবাদী পক্ষ নিষেধাজ্ঞা অমান্য করেই পাকা ঘর নির্মাণ করছেন। স্থানীয়ভাবে তারা প্রভাবশালী হওয়ায় আমার পক্ষে বাঁধা দেয়া সম্ভব হচ্ছে না।

মো. ছগির হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।