মালয়েশিয়ায় বৈধ হচ্ছেন অবৈধ শ্রমিক


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

মালয়েশিয়ার অবৈধ শ্রমিক বৈধ করার প্রক্রিয়া চালু করছে দেশটির সরকার। মাই ইজি সার্ভিসেস বিএইচডি নামের একটি প্রতিষ্ঠানকে এ কাজের দায়িত্ব দিয়েছে দেশটির প্রশাসন। এতে করে দীর্ঘদিন পর মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি শ্রমিকরা পেতে যাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ ।

গত শুক্রবার ইমিগ্রেশন বিভাগ থেকে বিদেশি শ্রমিক বৈধ করার অনুমোদন সম্পর্কিত চিঠি পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে কনট্রাক্টিং প্রতিষ্ঠান “মাই ইজি”। ইতোমধ্যে মাই ইজি স্থানীয় এজেন্সিগুলোকে দরপত্র আহ্বান করেছে।

সবকিছু ঠিক থাকলে ১০ সেপ্টেম্বরের মধ্যে মনোনীত এজেন্টদেরকে বায়োমেট্রিক মেশিন সরবরাহ করা হবে। বৈধকরণ এ কাজ কোম্পানির জন্য লাভজনক হবে বলে আশা করছে মাই ইজি। তবে অনলাইন নিবন্ধন ফি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অবৈধ শ্রমিকদের যাচাই বাছাই করে নিবন্ধিত ও বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে। গত বছরগুলোতে অবৈধ বাংলাদেশিরা এই কাজে নামধারী এজেন্টদের মাধ্যমে আর্থিকভাবে প্রতারিত হয়েছেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।