কলকাতায় জমে উঠেছে বাংলাদেশ বইমেলা


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা। শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্রসদনে পঞ্চমবারের মতো শুরু হওয়া এই বইমেলা এখন বেশ জমজমাট। পাঠকদের চাহিদা মেটাতে রীতিমত হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ঢাকার সম্মিলিত উদ্যোগে আট দিনব্যাপী এই বইমেলা শুরু হয়।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর স্থানীয় সময় গত শনিবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনের দিন আরো উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।

এবার মেলায় বেশি বিক্রি হচ্ছে রান্না ও ফোক সঙ্গীত বিষয়ক বই। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা বই, বাংলাদেশের সভ্যতা-সংস্কৃতি বিষয়ক বইয়েরও ভালো চাহিদা রয়েছে।

মেলায় অবস্থানকারী বিভিন্ন বাংলাদেশি প্রকাশনা সংস্থার বিক্রেতারা জানান, এবার বিক্রি তুলনামূলকভাবে ভালো।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।