ছাওয়াব ও গুণাহ লিখার নিয়ম


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। তার মধ্যে দিয়েছেন নফসের পেরেশানী। যা তাকে ভালো ও মন্দ কাজে ধাবিত করে। এবং কর্মঅনুযায়ী সে ফলাফল লাভ করে। মানুষের ভালো ও খারাপ কাজে ইচ্ছা পোষণের লাভ-ক্ষতি নিয়ে হাদিসে কুদসি থেকে দু’টি হাদিস জাগো নিউজে তুলে ধরা হলো-

হাদিসে কুদসিতে এসেছে-
Islam

০১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে, তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখ। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখ। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখ”। এ হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন।

Islam

০২. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ বলেন, আমার বান্দা যখন নেকি করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে, যখন সে করে আমি তার দশগুণ লিখি। আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে, অতঃপর যখন সে তা করে তখন আমি তার সমান লিখি”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ফেরেশতারা বলে ; হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, -যদিও আল্লাহ তাকে বেশী জানেন- তিনি বলেন, তাকে পর্যবেক্ষণ কর যদি সে করে তার জন্য সমান পাপ লিখ, যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে। হাদিসটি ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন।

পরিশেষে, আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত হাদিসে আমল করে আল্লাহর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।