চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার হলেন ‘মানবাধিকার কর্মী’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১২ জুন ২০১৯

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে ৩ হাজার ৬৭৫ ইয়াবাসহ ‘কথিত’ মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১২ জুন) ভোরে ইস্পাহাহি মোড়ের একটি আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সোহেল আহমেদ প্রকাশ রুবেল সরকার (২৮) গাজীপুরের ছান্না গ্রামের সরকার বাড়ির মো. সুরুজ সরকারের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘ইস্পাহানি মোড়ে স্বপ্ননীড় আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় ২০৫ নম্বর রুমে অভিযান চালিয়ে সোহেলকে ৩ হাজার ৬৭৫ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি নিজেকে মানবাধিকার কর্মী দাবি করেছেন। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংগঠনের কার্ডও দেখিয়েছেন তিনি।’

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।