রাশিফল : ০৮ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:৩২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

মেষ :  অফিসের কাজে হঠাৎ রুটিন পরিবর্তন ঘটতে পারে। প্রিয় মানুষের সঙ্গে দারুণ একটা সন্ধিতেও আসতে পারেন। আপনার জন্য কেউ যান-প্রাণ দিয়ে দিচ্ছে তা দেখে নির্বাকও হতে পারেন।

বৃষ : লাভের নিশ্চয়তা আছে বলেই আজ বিনিয়োগ করুন সাধ্যমতো। খেলার মাঠে আপনার সঙ্গে দৌঁড়বাজিতে পারার মতো লোক খুব কমই আছে। সামান্য ইগোর কারণে কারো সঙ্গে আত্মিক দুরত্ব বাড়বে।

মিথুন : নিজে নিজে কথা বলার পরিমাণটা যত বাড়ছে আশেপাশের পরিচিতরা ততবেশি অচেনা হচ্ছে। নাকি তারা অচেনা হচ্ছে বলে আপনার নিজের সঙ্গে বোঝাপড়া বেশি হচ্ছে তা মিলাতে পারবেন না। অর্থভাগ্য শুভ নয়।

কর্কট : নিজের লক্ষ্যকে স্থির করুন। কি চান, কেন চান, ঠিক কোন জিনিসটি চান তা আজই স্থির করে ফেলুন। কোনো সংশয় যেন না থাকে। কর্কটের অর্থযোগ স্পষ্ট, দুরযাত্রায় ঝামেলা।

সিংহ : আপনাকে আজ বড় কোনো দায়িত্ব কাঁধে নিতে হতে পারে। বাড়ির পাশের কারো উপকারেও এগিয়ে যেতে হতে পারে। পরিবারের কারো আবদার রক্ষা করতে গিয়ে পকেটে লাল বাতিও জ্বলতে পারে।

কন্যা : অনেক দিন পর খুব তৃপ্তি সহকারে নিজের কাজ উপভোগ করবেন। কারো ভবিষ্যৎ বাণীর প্রতিফলন দেখেও আজ তাজ্জব বনে যেতে পারেন। আজকের দিনে শপিং হতে পারে খুব আনন্দের।

তুলা : নতুন অনেক অভিজ্ঞতার সঞ্চার হতে পারে কর্মক্ষেত্র থেকে। ভালোবাসার মানুষটির অভিমান ভাঙাতে বেগ পেতে হতে পারে। আজ প্রকৃতি খুব টানতে পারে। নদীর কাছে নিজেকে সপে দিতেও দ্বিধা থাকবে না।

বৃশ্চিক : ছোটবেলার পড়ার সঙ্গীটিকে পেয়ে যাবেন অনেক দিন বাদে। ব্যবসার হিসাব আজ মেলানো কষ্টকর হবে। কিন্তু মনের হিসাব থাকবে পাক্কা।

ধনু : আপনার অধঃস্তন কর্মীর কর্মফাঁকি আপনাকেই বিপাকে ফেলতে পারে। অর্থবিভ্রাটে পড়লেও ধৈর্য্য হারানো চলবে না। কাছের কেউ আপনার নামে বদনাম করছে জেনে মনখারাপের কিছু নেই।

মকর : এমন কিছু গুণের প্রকাশ আজ আপনাকে অবাক করে দেবে। শারীরিক কিছু সমস্যা থাকলেও কাটিয়ে উঠবেন সহজেই। প্রিয় বন্ধুকে লেখা বার্তার আজ উত্তর পাবেন।

কুম্ভ : পছন্দের কোনো খাবার আজ ভালো লাগবে না। পছন্দের পোশাকের রঙ আজ ফ্যাকাশে মনে হবে। সবকিছুর পরেও চলমান কাজের ইস্তফা দিয়ে নতুন কাজে আরও উদ্যাম পাবেন।

মীন : এতোদিন ধরে করা কাজের উপযুক্ত স্বীকৃতি আজ পাবেন। ভালো লাগার সবটুকু পুষিয়ে দেবে কাছের মানুষটি। নিজেকে দাম না দিলেও আশেপাশের মানুষ বুঝিয়ে দেবে আপনি কতটা দামি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।