সারাদেশে নেসলের পুষ্টি মেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:০৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) সফলভাবে সারাদেশে আয়োজন করেছে পুষ্টিবিজ্ঞান মেলা। শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী এক হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে তদসম্পর্কিত জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্যই এ মেলার আয়োজন করেছিল এনএনআই।

গত ৭ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নেসলে দেশজুড়ে ১৬টি জায়গায় সারাদিনব্যাপি এ পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজন করে। এর মধ্যে ঢাকার মিরপুরে ময়ূরী কমিউনিটি সেন্টারে, উত্তরার হোয়াইট হল ক্যাটারসে, আজিমপুরে স্টেট জনকল্যাণ সমিতিতে ও মোহাম্মদপুরে অঙ্গন কমিউনিটি সেন্টারে এবং ঢাকার বাইরে ১২টি জায়গায় মা ও শিশু স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় ও কার্যকরী এ পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, ও বগুড়ায় এ মেলার আয়োজন করে নেসলে। বিভিন্ন জেলায় এই পুষ্টি বিজ্ঞান মেলার উদ্বোধন করেন স্থানীয় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও চিকিৎসক নেতৃবৃন্দ। আয়োজিত মেলায় সারাদেশ থেকে তিন হাজার নার্সকে প্রশিক্ষণ দেয়া হয়।

শিশু জন্মের সময় ও পরবর্তী কিছুদিন নার্সরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের প্রশিক্ষিত করে তোলা  শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। অনুষ্ঠিত এ মেলায় গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্যবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়।

নেসলে বিশ্বাস করে, সুস্থ ও সুন্দরভাবে জীবন শুরু করা প্রতিটি শিশুরই অধিকার। আর শিশুদের জন্য এ অধিকার তখনই নিশ্চিত করা সম্ভব হবে যখন সবাই `একসাথে গড়ে তুলি সুস্থ প্রজন্ম` এ লক্ষ্যে কাজ করবে। আর একসঙ্গে একই লক্ষ্য কাজ করার জন্য এ ধরনের পুষ্টি বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।