ভোলায় তীব্র স্রোতে ট্রলারের ২৫ যাত্রী নদীতে, নিখোঁজ ১


প্রকাশিত: ১১:৪০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ভোলার ইলিশা ফেরিঘাটের কাছে লঞ্চঘাটে ভেড়ার সময় তীব্র স্রোত এবং পাড়ের চেইন ভেঙে পড়ায় একটি ট্রলারের ২৫ যাত্রী নদীতে পড়ে যায়। এদের মধ্যে ২৪ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন একজন। সর্বশেষ নিখোঁজ যাত্রী সাহজলকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ ও স্থানীয়রা।

নিখোঁজ সাহজলের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রোদেরহাটে। এ সব যাত্রীরা চট্টগ্রাম ও ঢাকা থেকে বাসযোগে এসে লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে সন্ধ্যা ৭টায় ট্রলার যোগে রওনা দেয়। রাত সোয়া ৯টায় ইলিশাঘাটে আসে। পাড়ের কাছেই ট্রলারটি তীব্র স্রেতের মুখে পড়ে।

একই সঙ্গে পাড়ের বিশাল আকারের এক চাইনও ভেঙে পড়ে বলে জানান উদ্ধার পাওয়া যাত্রী শাহীন। এদিকে উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। পুলিশ ট্রলারটি উদ্ধার করেছে। ট্রলারের চালক পালিয়ে গেছে।

উল্লেখ্য, মেঘনা নদীর ডেঞ্জার জোনে ট্রলারে ও লঞ্চে যাত্রী পরিবহন নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে মজুচৌধুরী ঘাটের একটি গ্রুপ ট্রলারে যাত্রী পারাপার অব্যাহত রাখে।

অমিতাভ অপু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।