শাহজালালে মোবাইলের ভেতর স্বর্ণ : আটক ১


প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোবাইলের ভেতর থেকে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ লাভলু নামের এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল। সোমবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। লাভলু সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার পথে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শাহিদুজ্জামান সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ২৬৫৬ নং  ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি বলেন, আটক লাভলু মোবাইলের ভেতরে অভিনব কায়দায় ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

জেইউ/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।