ঘরমুখো মানুষের ঢল আকাশ পথেও

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৯ জুন ২০১৯

রাজধানীতে ঈদের আমেজ এখনও কাটেনি। ঈদ শেষে এখন রাজধানীমুখী জনতার স্রোত। ছুটি কাটিয়ে সড়ক, রেল ও নৌপথের মতো আকাশ পথেও ঢাকায় আসতে শুরু করেছেন অনেকেই।

রোববার (৮ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গিয়ে দেখা যায় ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে আসা মানুষের ভিড়।

চেনা শহরে ফিরে এলেও সবার মধ্যে অনেকটা চাপা কষ্ট। কারণ জানতে চাইলে শিপিং কর্পোরেশনে কর্মরত আজাহার আলীর মেয়ে সালমা আলী বলেন, মাত্র পাঁচদিন ছিলাম সৈয়দপুরে, মন ভরেনি। আরও কয়েকটা দিন গ্রামের বাড়ি থাকতে পারলে ভালো হতো। আগামী ঈদে আবার যাব।

আজ সকাল থেকেই রাজধানীর বেশির ভাগ বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাট ও বিমানবন্দরে গিয়ে দেখা গেছে রাজধানীমুখী মানুষের ভিড়। যাত্রীদের এই চাপ আগামী আরও কয়েক দিন থাকবে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ট্রাফিক স্টাফ শাজাহান।

উল্লেখ্য গত ৫ জুন সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এরপর তিনদিন কেটে গেলেও রাজধানী ঢাকা স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েক দিন।

প্রায় দুই কোটি মানুষের মহানগরী ঢাকা ঈদের ছুটিতে ছিল ফাঁকা। শনিবার বেশকিছু বেসরকারি অফিস খুললেও আজ (রোববার) থেকে সব সরকারি অফিস-আদালতে কর্মচাঞ্চল্য ফের শুরু হয়েছে। তাই পরিবার নিয়ে শুক্রবার থেকেই রাজধানীতে ফিরতে শুরু করছেন ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়া লোকজন। এখন বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের স্রোত বাড়ছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, সদরঘাটে ক্রমেই বাড়ছে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের ভিড়, যা থাকবে আরও কয়েক দিন।।

আরএম/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।