পে-স্কেলের সব খবর
অবশেষে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে নতুন পে-স্কেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। নতুন এই পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
বেতন ও চাকরি কমিশন ২০১৩, সশস্ত্রবাহিনী বেতন কমিটি ২০১৩ এ সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও ভাতা অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরও পে-স্কেল চূড়ান্ত হতে অনেকগুলো কাজ করতে হবে। সেগুলো শেষ হতে আগামী অক্টোবর পর্যন্ত সময় লাগবে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, সর্বোচ্চ বেতন (গ্রেড-১) ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন (গ্রেড-২০) আট হাজার ২৫০ টাকা নির্ধারণ করে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেয়া হয়েছে। এ কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড থাকছে।
একনজরে দেখে নিন পে-স্কেল সংক্রান্ত আজকের সব খবর।
# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা
# অবশেষে মন্ত্রিসভায় অনুমোদন পেল নতুন পে-স্কেল
# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা
# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা
# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
# বিশেষ গ্রেডে যারা!
# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন
# কোন গ্রেডে কত বেতন
# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন
# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন
# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা
# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে
# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা
# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না
# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী
# যে কারণে বাতিল হলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড