ব্রি পরিদর্শন করলেন ইরির মহাপরিচালক


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) এর মহাপরিচালক ড. রবার্ট এস জিগলার সোমবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। এ সময় ব্রির মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস ড. জিগলার ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান এবং ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ড. জীবন কৃষ্ণ বিশ্বাস ইরি-ব্রির সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন।  

আলোচনা সভায় ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর, ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী, প্রতিষ্ঠানটির উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মো. আবু ছালেক,  গবেষণা বিভাগসমূহের প্রধানগণ, উর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তারা এবং ইরির প্রকাশনা রাইস টুডের প্রধান সম্পাদক জেন পি হেটেল ও বাংলাদেশে নিযুক্ত ইরি প্রতিনিধি ড. পল ফক্স যোগ দেন।

বিজ্ঞানী ও নীতি নির্ধারক পর্যায়ে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মত বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিভাবে আরো কার্যকর অবদান রাখা যায় সে বিষয়ে তারা আলোকপাত করেন।

ইরি মহাপরিচালক জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা স্মরণ করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ দেশে ধান চাষাবাদ নতুন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের কর্ম প্রয়াস দ্বিগুণ করতে হবে।

তিনি ব্রির উদ্ভিদ প্রজনন রূপান্তর বিষয়ক কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে তার সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
                    
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।