বৃত্তি পেলেন ঢাবির ২২ শিক্ষার্থী


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বিভিন্ন সেমিস্টারে অসামান্য ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন বর্ষের ২২ জন মেধাবী শিক্ষার্থী হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশন বৃত্তি লাভ করেছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মিসবাহ্ উদ্দিন, ইসরাফিল হোসেন, সুরাইয়া আহম্মেদ শরিফা, মো. রুবেল মিয়া, আল মামুন, মো. সাদ্দাম হোসাইন, মো. এমরান হোসেন, ফারুক মিয়া, মো. আবু জুবায়ের খান, মো. আল আমিন, কাজী আরিফ, প্রজ্ঞা লাবনী, আবদুল্লাহ আল মামুন, মো. রইছ উদ্দীন, মো. খাদিমুল বাশার, সাবিনা বেগম, মো. হাছিনুর জামান, অলিভিয়া, মো. ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. নূরে আলম জিকু এবং জেসমিন আক্তার রোমানা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশনের পরিচালক হাজী মো. তোফাজ্জল হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে জাগ্রত হতে হবে।

সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় উপাচার্য হাজী আওলাদ হোসেন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান উপাচার্য।

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।