এসপি মোস্তফা কামালের বিরুদ্ধে আপিলের অনুমতি


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রেলওয়ে পুলিশের প্রাক্তন এসপি মোস্তফা কামালকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করতে অনুমতি দেয়া হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের রায়ে খালাস পাওয়া রেলওয়ে পুলিশের সাবেক এসপি মোস্তফা কামালকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আত্মসমর্পণের পর তাকে জামিন দিতেও বলা হয়েছে।

গত বছরের ৪ জুন দুর্নীতির মামলায় নিম্ন আদালতের দেয়া সাজা বাতিল করে মোস্তফা কামালকে খালাস দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে দুদকের পক্ষে আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত আজ (সোমবার) তা গ্রহণ করে আদেশ দেয়। এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাহউদ্দিন আহমদকে অবৈধভাবে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে দুর্নীতির মামলায় মোস্তফা কামালকে যাবজ্জীবন ৩৫ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করে। একই সঙ্গে তাকে ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

২০০৩ সালের ২০ নভেম্বর এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাহউদ্দিন আহমদ পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল ও নীলফামারীর পার্বতীপুর রেলওয়ের এসআই ওয়াহেদ মিয়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ বলা হয়, ২০০২ সালের ২২ ডিসেম্বর তিনি নিজ গাড়িতে ২০ লাখ টাকা নিয়ে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে হবিগঞ্জের মাধবপুরে তল্লাশির নাম করে পুলিশ গাড়িটি আটক করে। সালাহউদ্দিন তার পরিচয় দিলে রাতে টাকা নিয়ে যাওয়ার বিষয়ে থানায় জিডি করতে বলে পুলিশ। জিডি করতে থানায় গেলে এসপি মোস্তফা কামাল এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাহ উদ্দিন আহমেদসহ অন্যদের হাজতে ঢোকাতে ওয়্যারলেসে থানার ওসিকে নির্দেশ দেন।

এরপর তাকে আটক করে তার নামে মানিলন্ডারিং, মাদক, নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে সালাহউদ্দিনের অফিসে খবর পাঠায়, আটককৃত ২০ লাখ সহ ৫০ লাখ টাকা দিলে সকলকে ম্যানেজ করে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে তাদের।

এফএইচ/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।