‘ঈদের আনন্দ বিসর্জন দিয়ে রাশিয়ায় দেশের প্রতিনিধিত্ব করছি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০৬ জুন ২০১৯

ঈদের আনন্দ বিসর্জন দিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে রাশিয়ায় রয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ঈদের পরদিন বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে এনামুর রহমান এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সারা দেশ যখন ঈদের আমেজে, তখন সরকারি দায়িত্ব পালনে রাশিয়ার মস্কোতে আমাদের সময় কাটছে ব্যস্ততায়। আমার লক্ষ্য, দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা আরও বাড়ানো। কারণ আমাদের সক্ষমতা যত বাড়বে, তড়িৎ গতিতে দুর্যোগ মোকাবিলার পাশাপাশি প্রাণহানিও শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।’

Enam

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াবহ অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে উদ্ধার ও অনুসন্ধান তৎপরতায় সক্ষমতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অত্যাধুনিক প্রযুক্তির ও যন্ত্রপাতির মাধ্যমে আধুনিকায়ন করার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘রাজধানীর বনানীর ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের দেখিয়ে দিয়েছে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’

স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় দেশবাসীর সঙ্গে ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে আমি এখন রাশিয়ার মস্কোতে। রাশিয়ার মস্কোর ক্রোকাস এক্সপো আইইসিতে বসেছে ১২তম নিরাপত্তা ও অগ্নিসুরক্ষা সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী। এখানে নিরাপত্তা প্রকৌশলী, নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারী, পরিবেশকদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আমরা অংশ নেব আন্তর্জাতিক সেমিনার ও গোলটেবিল বৈঠকে।’

Enam

এনামুর রহমান আরও লিখেছেন, ‘বিভিন্ন দেশের উদ্ভাবনী অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম এবং সরঞ্জামাদি প্রদর্শনীর মাধ্যমে আমাদের অর্জিত অভিজ্ঞতা প্রিয় বাংলাদেশকে ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে সেই মর্যাদাকে আরও সমুন্নত করবে।’

আরএমএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।