দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৬ জুন ২০১৯

রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ ভূঁইয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পেছন থেকে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। সিএনজিটি গিয়ে পড়ে একটি রিকশার ওপর। এতে সিএনজিচালক, রিকশাচালক ও রিকশার দুই যাত্রীসহ মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি ও রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। পরিস্থান পরিবহনের বাসটি জব্দ এবং সিএনজি-রিকশাকে উদ্ধারের চেষ্টা চলছে।

পরিস্থান পরিবহনের মালিক শিরিন শান্তি নামে এক ব্যবসায়ী।

আরএমএম/এআর/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।