নব সংযুক্ত ১৮ ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৬ জুন ২০১৯

ল্যান্ডফিল ভরাট হয়ে যাওয়ায় বর্জ্য ডাম্পিং নিয়ে বিপাকে পড়ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আমিন বাজার ল্যান্ডফিল এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইল ল্যান্ডফিলও ভরাটের পথে। এ অবস্থায় বর্জ্য অপসারণ নিয়ে বিপাকে পড়েছে উভয় সিটি কর্পোরেশন।

সঠিকভাবে অপসারণের লক্ষ্যে বর্জ্য ডাম্পিং প্রকল্পের জন্য আরও ৮১ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। এর মধ্যে ৫০ একর ল্যান্ডফিল ও ৩১ একর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এতে বড় ধরনের একটি দগ্ধকরণ ব্যবস্থা নির্মাণ করা হবে। যেখানে দুটি পৃথক অংশ থাকবে। যার একটিতে সাধারণ বর্জ্য এবং অন্যটিতে ইলেক্ট্রনিক বর্জ্য দগ্ধ করা হবে।

এছাড়া ডিএসসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি কমানোর উদ্দেশে আরও একটি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এ জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৮৮৯ কোটি ৫০ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি ডিএসসিসি মেয়রের অনুমোদন নিয়ে সাম্প্রতি মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। অনুমোদন পেলে খুব শিগগিরিই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হতে পারে।

প্রস্তাবিত এ প্রকল্পে বলা হয়েছে, প্রতিটি ওয়ার্ড থেকে এক একর জমি অধিগ্রহণ করা হবে। এসটিএস ও অফিস কক্ষ নির্মাণ, বর্জ্য রিসাইকিলিং, গভীর নলকূপ স্থাপনসহ অবকাঠামো উন্নয়নের জন্য এই জমি ব্যবহার করা হবে। নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি এমন পরিকল্পনা নেয়া হয়েছে।

dncc2

ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, মাতুয়াইল ল্যান্ডফিল সম্প্রসারণের জন্য আমাদের প্রাথমিক কাজ চলমান রয়েছে।

এছাড়া ডিএসসিসিতে যুক্ত হওয়া নতুন ৮ ওয়ার্ডে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এর মধ্যে ৭৩৪ কোটি টাকা ব্যয়ে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া এই চার ইউনিয়নে ১৫২.৩৪ কিলোমিটার রাস্তা, ৬.১০ কিলোমিটার ফুটপাত, ১৫৮.৫০ কিলোমিটার নর্দমা, ১৪৩.৪৭ কিলোমিটার রাস্তায় এলইডি লাইট, ৭ হাজার ৬৩টি বৃক্ষরোপনসহ নানা অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে মান্ডা, ডেমরা, নাসিরাবাদ ও দক্ষিণগাঁও- এই চার ইউনিয়নের জন্য ৪৭৬ কোটি টাকা ব্যয়ে ৬৫.৭২ কিলোমিটার রাস্তা, ৪৮ কিলোমিটার নর্দমা, ৭.৯৫ কিলোমিটার ফুটপাত, ১৭টি আরসিসি ব্রিজ নির্মাণের প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।

প্রসঙ্গত ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে ৮টি করে ইউনিয়ন যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

পরে নবগঠিত ৩৬টি ওয়ার্ডকে দশটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। গত বছরের ৩০ জুলাই ডিএসসিসির শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশনের এসব নবসংযুক্ত ওয়ার্ডগুলোতে নির্বাচনের মাধ্যমে একজন করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।