প্রবাসীদের সহযোগিতায় পুলিশের হেল্প ডেস্ক
প্রবাসীদের সমস্যা সমাধানে পুলিশ সদর দফতরে খোলা হয়েছে প্রবাসী হেল্প ডেস্ক। প্রবাসীরা ইমেইল ও মোবাইলে যোগাযোগ করে অভিযোগ কিংবা সহায়তা চাইতে পারবেন। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
তিনি বলেন, প্রায় ৮০ লক্ষ বাংলাদেশি প্রবাসে রয়েছেন। তারা তাদের পরিশ্রমের টাকা দেশে পাঠান। তাদের পাঠানো টাকায় রেমিটেন্স বাড়ে বাংলাদেশের। অথচ তারা বিভিন্ন সময় নানা সমস্যায় পড়েন। তারা দেশে এসেও নানা সমস্যায় পড়েন। তা আমরা খেয়াল করি না।
তিনি বলেন, ই-মেইল [email protected] এবং মোবাইলে ০১৭৬৯৬৯০০১৯ যোগাযোগ করে যে কোনো প্রবাসী বাংলাদেশি পুলিশের সহযোগিতা নিতে পারবেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, শুধু তাই নয়, জেলা শহরগুলোতেও যেন প্রবাসীরা পুলিশি সহযোগিতা পান সেজন্য এসপিদেরকেও সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
জেইউ/এআর/এসআইএস/পিআর