ইউনি ক্রিকেটে চ্যাম্পিয়ন এআইইউবি
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইউবি)। সোমবার ফাইনালে তারা ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটিকে। প্রধান অতিথি হিসেবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিজয়ী দলকে ট্রফি তুলে দেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এআইইউবি প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫ লাখ টাকা। আর রানার্সআপ বাংলাদেশ ইউনিভার্সিটি পেয়েছে ২ লাখ টাকা।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪০ রান করে এআইইউবি। সর্বোচ্চ ৪৪ রান আসে জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বিরের ব্যাট থেকে। ২৪ বলের ঝড়ো ইনিংসটিতে ৫টি ছক্কা ও ৩টি চার মারেন টাইগার এই ব্যাটসম্যান। এছাড়া মেহরাব হোসেন জুনিয়র করেন ৪২ রান। বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে সায়েম ২২ রানে নেন ৩ উইকেট।
এআইইউবির দেওয়া ১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশ ইউনিভার্সিটি। সায়মন আহমেদের ব্যাট থেকে আসে সরবোচ্চ ৫১ রান। এআইইউবির তৌফিকুল হক ১৪ রানে দিয়ে নেন ২ উইকেট। ব্যাট হাতে ৪২ ও ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন এআইইউবির মেহরাব হোসেন জুনিয়র।
১ সেপ্টেম্বর থেকে সাবেক তিন তারকা ক্রিকেটার আকরাম খান, আতহার আলী খান ও খালেদ মাসুদ পাইলটের উদ্যোগে ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।
এমআর/আরআইপি