সোমবার জবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী


প্রকাশিত: ১২:২০ পিএম, ১৯ অক্টোবর ২০১৪

২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে এক আইনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামীকাল সোমবার নবম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তলনের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় ৩১ টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাবাজারস্থ বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল নির্মাণ কাজেরও উদ্বোধন করা হবে।

এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের বিজ্ঞান ভবন চত্বরে কনসার্টে মঞ্চ মাতাবে দেশের অন্যতম সেরা ব্যান্ড মাইলস। দিবসটি  উপলক্ষে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনসমূহ নানা রঙের আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।