ঈদে যানজট পর্যবেক্ষণে মহাসড়কে ১৪ ওয়াচ টাওয়ার


প্রকাশিত: ১২:১১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ঈদ উপলক্ষে রাস্তায় ট্রাফিক যানজট পর্যবেক্ষণে মহাসড়কে ১৪টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। সোমবার দুপুরে পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, কোরবানির হাটকে কেন্দ্র এবার রাজধানীতে অজ্ঞানপার্টির অপতৎপরতা বন্ধে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ। মহানগরগুলোতে অজ্ঞানপার্টির শতাধিক সদস্য গ্রেফতার হলেও সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী বলছে অজ্ঞানপার্টির তৎপরতা কমছে না।

কোরবানির ঈদ ও পশুর হাটকে কেন্দ্র করে ঢাকাসহ মহানগরগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি চলবে বলে তিনি জানান।

একেএম শহীদুল হক বলেন, শুধু পুলিশ নয়, প্রত্যেককে ব্যক্তিগতভাবে অজ্ঞানপার্টি, মলমপার্টি বিরোধী সচেতন হতে হবে এবং আশপাশে সচেতনতা বাড়াতে প্রচারণা চালাতে হবে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে অজ্ঞানপার্টির অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ডিএমপি, ব্যবসায়ী, নিরাপত্তা কর্মী, বাস, ট্রাক, রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি এবার অজ্ঞানপার্টির তৎপরতা থাকবে না।

আইজিপি বলেন, এবার হাইওয়ে ডিআইজি`র নেতৃত্বে মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নিরাপত্তা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণে ১৪টি ওয়াচ টাওয়ার বসানো হবে।

একেএম শহিদুল হক বলেন, গত ঈদে টাঙ্গাইলে যে যানজট হয়েছিল তা নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। ছয় লেনের গাড়ি একটা ব্রিজের উপর দিয়ে যাওয়ার কারণে ওই যানজট দেখা দিয়েছিল। এবার একই অবস্থা থাকলেও যানজট যাতে না হয় পুলিশের পক্ষ থেকে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জেইউ/এআর/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।