চাঁদ দেখার বিষয়ে বিলম্বে ঘোষণার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৪ জুন ২০১৯

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ দেশের আকাশের কোথাও চাঁদ না দেখার বিষয়ে বিলম্বে ঘোষণার ব্যাখ্যা দিয়ে বলেছেন, আপনারা জানেন চাঁদ দেখার ঘোষণা মাগরিবের নামাজের পর পরই হওয়ার কথা। আমরা এ ব্যাপারে এখানে (ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে) বসেছিলাম।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় একথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে চাঁদ দেখা কমিটির একটি সুনির্দিষ্ট কমিটি পূর্বাহ্নেই রয়েছে। কমিটি আগে যেভাবে গঠিত ছিল সেই কমিটিকে আরও একটু সুদৃঢ়, শরীয়ত সম্মত ও ইসলামি চিন্তাবিদসহ আরও কয়েকজন ওলামাকে কমিটিকে অন্তর্ভুক্ত করা হয়। আজ তাদের সমন্বয়ে এতক্ষণ ধরে বসেছিলাম। বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছি। আমাদের কর্মকর্তারা সারাদেশে বিভিন্নভাবে চাঁদ দেখার ব্যাপারে অত্যন্ত সুন্দর ও সঠিকভাবে খোঁজ-খবর নিয়েছে।

তিনি আরও বলেন, চাঁদ দেখার বিষয়টি সরকারের বিষয় না। বিষয়টি হলো আল্লাহ ও রসুল, কোরআন ও সুন্নাহর আলোকে শরীয়তের বিষয়। নানাভাবে বিশ্লেষণ করে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে দেশের আকাশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।