শাহরিয়ারের বদলি নিয়ে উপসচিবের স্ট্যাটাস
৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় রাজধানীর উত্তরায় আড়ং শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
এ ঘটনার পর রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক পদ থেকে বদলি করে সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশে যে উপসচিবের স্বাক্ষর ছিল তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। এ নেতিবাচক ধারণা দূর করতে মঙ্গলবার শাহরিয়ারের বদলির আদেশ বাতিল করা হয়।
এদিকে বদলি আদেশে স্বাক্ষর করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ মঙ্গলবার বিকেলে আত্মপক্ষ সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। জাগো নিউজের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
‘সম্মানিত সোস্যাল মিডিয়া ব্যবহারকারীগণ। কোন প্রকার দোষ না করে আপনাদের অনেক গালিগালাজ শুনেছি। চাইলে আরো গালিগালাজ করতে পারেন। তার আগে দয়া করে আত্মপক্ষ সমর্থনে দেয়া আমার পোস্টটি একটু পড়ে দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। উল্লিখিত কর্মকর্তার বদলির ফাইল ই-নথিতে (যারা এ সম্পর্কে জানেন না তাঁদের জন্য বলছি এটি ইলেক্ট্রনিক্যালি হয়, এতে ফাইল নিস্পত্তির প্রতিটি পর্যায়ের তারিখ, সময় উল্লেখ থাকে। সিস্টেম সব ঠিক করে দেয়, ম্যানুয়ালি পরিবর্তনের কোন সুযোগ নেই) উপস্থাপিত হয়েছে ২৯/০৫/২০১৯ তারিখ বিকাল ৩ টা ৩৬ মিনিট ০৪ সেকেন্ডে যা ৫ জন কর্মকর্তার ডেস্ক হয়ে সচিব মহোদয় কর্তৃক চুড়ান্ত অনুমোদন হয়েছে ০৩/০৬/২০১৯ তারিখ সকাল ১০টা ২০ মিনিট ২৯ সেকেন্ডে। অনুমোদনের পর বদলির আদেশ জারি করা হয়েছে। আড়ং এ মোবাইল কোর্ট পরিচালনার ঘটনাটি ঘটেছে দুপুর ১টা থেকে যা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি সন্ধ্যায় (অফিসিয়াল কাজ সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয় অবগত আছেন ফাইল অনুমোদনের পর সেকশন অফিসারকেই আদেশটি জারি করতে হয়, আমিও সেটিই করেছি)। ফাইলের অনুমোদন ও আদেশ জারি দুটিই আড়ং এর ঘটনা ঘটার/জানার আগেই। উক্ত আদেশের ক্ষেত্রে আমার বা জনপ্রশাসনের কোন স্বার্থ ছিলো না। তারপরও সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এই আদেশটি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাতিল করা হয়েছে। বদলির আদেশ ও বাতিল সংক্রান্ত প্রমানাদি আপলোড করা হলো।
আমার সততা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আমার ব্যাংক হিসাব চেক করতে বলেছেন। এ বিষয়ে আপনাদের সাদর আমন্ত্রণ জানানো হলো। আপনাদের অনুসন্ধান/তদন্তের সুবিধার্থে আমি যে কয়টি কর্মস্থলে কাজ করেছি তার তথ্য উল্লেখ করলামঃ ১। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রংপুর (২০০৫-২০০৮) ২। সহকারী কমিশনার (ভূমি), মাদারীপুর সদর (২০০৮-২০০৯) ৩। সহকারী কমিশনার (ভূমি) (সিংগাইর, মানিকগঞ্জ) (২০০৯-২০১১) ৪। উপজেলা নির্বাহী অফিসার, কাশিয়ানী, গোপালগঞ্জ (২০১১-২০১৪ এর ফেব্রুয়ারি) ৫। উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই (ফেব্রুয়ারি/২০১৪- সেপ্টেম্বর/২০১৪) ৫। ২০১৫- ফেব্রুয়ারি/২০১৬(লন্ডনে উচ্চ শিক্ষা গ্রহণ) ৬। বিয়াম ফাউন্ডেশন, ঢাকা (মার্চ/২০১৬- আগস্ট/২০১৬) ৭। অতিরিক্ত জেলা প্রশাসক, ময়মনসিংহ (আগস্ট/২০১৬- জুলাই/২০১৭) ৮। জুলাই/২০১৭ থেকে জনপ্রশাসনে কর্মরত আছি।
আপনারা অনুসন্ধান করে দেখুন প্লিজ। যদি প্রমান করতে পারেন আমি অবৈধভাবে কারো কাছ থেকে ২ (দুই) টাকা নিয়েছি কিংবা এক কাপ চা খেয়েছি তবে আমি কথা দিলাম সেদিন আমি চাকরি ছেড়ে দিবো। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিট বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রশাসন সার্ভিসে এসেছি জনগণের সেবা করতে আর আত্ম-সম্মান নিয়ে বেঁচে থাকতে। শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে এমনভাবে ব্যক্তিগত আক্রমন করাটা কতটা যৌক্তিক হয়েছে সেই ভারও আপনাদের উপরই ছেড়ে দিলাম। আমার বেতন যেহেতু জনগণের করের টাকায় হয় তাই নিজেকে জনগণের কাছে ক্লিয়ার করার ক্ষুদ্র চেষ্টা করলাম।’
এনডিএস/জেআইএম