কারণ ছাড়া আটকানো যাবে না পশুবাহী ট্রাক


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

সুনির্দিষ্ট কারণ ছাড়া ঢাকার বাইরে থেকে রাজধানীতে আসা পশু বহনকারী ট্রাককে রাস্তায় আটকানো হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিমর্শক একেএম শহীদুল হক । সোমবার পুলিশ সদর দফতরের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আইজিপি একেএম শহীদুল হক বলেন, রাস্তায় কাগজপত্র দেখার নাম করে বিভিন্ন সময় রাস্তায় কুরবানির পশুবাহী ট্রাক আটকানোর অভিযোগ পাওয়া গেছে। তাই এবার সুনির্দিষ্ট কারণ ছাড়া শুধু মাত্র কাগজপত্র দেখার জন্য রাস্তায় কোনো ট্রাক আটকানো হবে না।

রাস্তায় কোনো ধরনের তল্লাশি না করার সুযোগ অপরাধীচক্র নিতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অবশ্যই নজরদারি থাকবে। পশু আনার আড়ালে ইয়াবা মাদকসহ চোরাচালানের সুনির্দিষ্ট খবর পাওয়া মাত্র তল্লাশি চালানো হবে।

জেইউ/এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।