মক্কা মদিনা ও জেদ্দায় মৌসুমী হজ অফিসার নিয়োগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৪ জুন ২০১৯

বাংলাদেশ সিভিল সার্ভিসের তিন কর্মকর্তাকে (উপ-সচিব) মক্কা, মদিনা ও জেদ্দায় মৌসুমী হজ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ তিন কর্মকর্তা হলেন- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উপ-পরিচালক রেজানুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ মাহবুব আলম।

এর মধ্যে মো. মিজানুর রহমানকে তিন মাসের জন্য মদিনায় বাংলাদেশ হজ অফিসে, মো. সাখাওয়াত হোসেনকে চার মাসের জন্য মক্কায় বাংলাদেশ হজ অফিসে ও মোহাম্মদ মাহবুব আলমকে চার মাসের জন্য জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে বদলি করা হয়।

সোমবার (৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি পূর্বক প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়।

এমইউ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।