ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ছোট হোক আর বড় হোক বহিঃশত্রুর সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত আছে পাকিস্তান সেনাবাহিনী। খবর এনডিটিভি ও ডন নিউজের।
জেনারেল রাহেল শরিফ বলেন, পাকিস্তান সেনাবাহিনী যেকোনো বিদেশি আগ্রাসন মোকাবেলা করতে প্রস্তুত। ভারতের প্রতি ঈঙ্গিত করে তিনি বলেন- যুদ্ধ ছোট হোক বা বড় হোক তা অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
এর আগে গত মঙ্গলবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেন, ভারতীয় সেনাবাহিনীকে ছোট যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।
এর জবাবে রোববার পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ বলেন, পাকিস্তান সেনাবাহিনী যেকোনো বিদেশি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
এর আগে গত মাসে দেশ দুটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়। এরপর পাক-ভারত সীমান্ত উত্তপ্ত হয়ে উঠে। সীমান্তে গোলাগুলির ঘটনায় উভয় দেশের বেশ কয়েকজন নাগরিকেরও প্রাণহানি ঘটে।
এসআইএস/পিআর