ব্রিজ ধসে ফটিকছড়ি-হেয়াকো যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বেইলি ব্রিজ ধসে পড়ায় ফটিকছড়ি-হেয়াকো সড়কে তিন দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে বারমাসিয়া খালে নির্মিত লোহার ব্রিজটির দুই পাশের মাটি সরে যাওয়ার পর যান চলাচল বন্ধ হয়ে যায়।  

যানচলাচল বন্ধ হওয়ার কারণে উপজেলার উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। স্থানীয় সূত্র জানায়, হেয়াকো-ফটিকছড়ি সড়কে বারমাসিয়া খালে নির্মিত ব্রিজটি দেবে যাওয়ার ফলে উপজেলার উত্তর অঞ্চলের জন সাধারণের চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্চিন্ন হয়ে পড়েছে।

নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার বলেন, ব্রিজটি দেবে যাওয়ায় আশঙ্কা করে পূর্বেও সড়ক ও জনপদ (সওজ) বিভাগকে বিষয়টি জানিয়েছিলাম। দেবে যাওয়ার পর পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয় নাই।  

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রবিউল হোসেন বলেন, ফটিকছড়ি-হেয়াকো সড়কের বারমাসিয়া খালের উপর ধসে যাওয়া ব্রিজটি সক্রিয় করতে সওজের একটি টিম কাজ করছে। মালামাল সংগ্রহ করা হয়েছে। ২-৩ দিনের মধ্যে সেটি সচল হবে।  

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।