বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ২৬ যাত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ জুন ২০১৯

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ও অবৈধভাবে স্টেশনের প্লাটফর্মে অবস্থান করায় ২৬ যাত্রীকে চার হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা করেন বাংলাদেশ রেলওয়ের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রিট মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী।

fine2

রেলওয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সুপিয়ার রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিনা টিকিটে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিনা টিকিটে ভ্রমণ ও অবৈধভাবে স্টেশনের প্লাটফর্মে অবস্থান করায় রেলওয়ে আইন (১৮৯০ এর ১১২ ও ১২১ ধারা) অনুযায়ী ২৪ যাত্রীকে চার হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এসআই/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।