বুধবারই হতে পারে ঈদ, আবহাওয়া থাকবে চমৎকার

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৩ জুন ২০১৯

‘ঈদ হবে বুধবার! আবহাওয়াও থাকবে চমৎকার।’ হঠাৎ করে পাঠক এমন বাক্য শুনলে মুখ ভেংচি কেটে প্রশ্ন তুলে বলবেন, আহারে, পন্ডিত নাকি জ্যোতিষী, ঈদ আগাম কবে হবে, আবহাওয়া কেমন থাকবে তা বলে দিলেন? তবে এসব পূর্বাভাস এ প্রতিবেদকের নয়, আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদের।

সোমবার (৩ জুন) প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চাঁদের বয়স হিসাবে বুধবারই ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। এ দিন রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া চমৎকার অর্থাৎ তাপমাত্রা কম থাকবে।

ঈদ বুধবারই হওয়ার সম্ভাবনা কেন বেশি ব্যাখা চাইলে তিনি বলেন, চাঁদের বয়স স্বাভাবিকভাবে যদি একদিনের ওপরে হয় সেক্ষেত্রে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আগামীকাল (৪ জুন, মঙ্গলবার) সন্ধ্যায় চাঁদের বয়স ১ দশমিক ১ দিন হবে। সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা যাবে।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের রংপুর ও রাজশাহী এবং ঢাকা বিভাগের ময়মনসিংহের দিকে আকাশ পরিষ্কার থাকবে, সেক্ষেত্রে সেখানে চাঁদ দেখার সম্ভাবনা বেশি। তবে দক্ষিণাঞ্চলে দেখা যাবে না। কারণ, এ দিন সে অঞ্চলের গোটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

বজলুর রশীদ জানান, ৫ জুন (বুধবার) ঈদ হলে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বৃষ্টি হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেক্ষেত্রে আবহাওয়া ঠান্ডা ও চমৎকার থাকবে। মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে। তবে বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৬ জুন) ঈদ হওয়ার সম্ভাবনা কম। তবে ওইদিন যদি ঈদ হয় তাহলে বুধবারের চেয়ে বৃহস্পতিবারের আবহাওয়া আরও চমৎকার থাকবে।

এমইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।