গঙ্গা-যমুনা নাট্যোৎসবে শেষের কবিতা


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে দুই বাংলার মঞ্চ নাটক নিয়ে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব। উৎসবের অষ্টম দিন ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’ নাটকটি মঞ্চায়িত হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে এ নাটকটির নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত পরিকল্পনা রামিজ রাজু এবং পোষাক পরিকল্পনা নূনা আফরোজ।

নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সুমী, চৈতী, রিগ্যান, মনির, সীমান্ত, আশা, বিপ্লব, ঊষা ও কারিমা।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।