সৈয়দপুরে ২ ঘণ্টা পর নামলো ইউএস বাংলার ফ্লাইট


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি বিমান নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি ঢাকা থেকে যাত্রী নিয়ে সোমবার সকাল সাড়ে সাতটায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু  সেটি সৈয়দপুরের আকাশে কয়েকবার চক্কর দিয়ে পুনরায় ঢাকা ফিরে যায়।

পরে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ২০ মিনিট পর সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।  

ইউএস বাংলার সৈয়দপুর অফিস সূত্রে জানা যায়, সৈয়দপুরের আকাশে ঘণ কুয়াশা থাকায় বিমানটি অবতরণ করতে না পেরে ঢাকা ফিরে যায়। পরে দুই ঘণ্টা পর সৈয়দপুরে অবতরণ করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএস বাংলার প্রশাসনিক কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জাগো নিউজকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় টাওয়ার সিগন্যাল না দেখানোয় বিমানটি নামতে পারেনি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সকাল পৌনে আটটায় ইউএস বাংলার একটি বিমান ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে এসে সৈয়দপুরে অবতরণের পর রানওয়েতে ইউটার্ন করার সময় ছিটকে পড়েছিলো।

জাহেদুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।