নিজের বোনই বাধা সেরেনার স্বপ্নযাত্রায়


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ক্যালেন্ডার গ্র্যান্ডস্লাম জয়ের পথে ছুটছে সেরানা উইলিয়ামসের স্বপ্নযাত্রা। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে স্বদেশী মেডিসন কেইসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই মার্কিন কৃষ্ণকলি। তবে এবার সেমির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন তারই বড় বোন ভেনাস উইলিয়ামস।

নিউওয়ার্কের আর্থার আশি স্টেডিয়ামে সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি ১৯ নাম্বার বাছাই মেডিসন কেইস। ৬-৩ ও ৬-৩ গেমে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন বিশ্বের এক নাম্বার এই তারকা। মাত্র ৬৮ মিনিটে এই ২০ বছর বয়সী কেইসকে হারান সেরানা।

সেরেনার জয়ের দিন আরও অপ্রতিরোধ্য ছিলেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। অ্যাস্তোনিয়ার এনেত কন্তাভেইতকে হারাতে সময় নেন মাত্র ৫২ মিনিট। ৬-২ ও ৬-১ গেমে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন ৩৫ বছর বয়সী ভেনাস।

দুই বোনের লড়াইয়ে অবশ্য সেরেনা এগিয়ে আছেন। ২৬ বারের মোকাবেলায় সেরেনা জিতেছেন ১৫ বার। আর বড় বোন ভেনাসের জয় ১১ ম্যাচে। মঙ্গলবার সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন এই দুই বোন।

উল্লেখ্য, এবারের ইউএস ওপেন জিতলে ১৯৮৮ সালে স্টেফি গ্রাফের পর এক বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবেন সেরেনা।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।