ঈদে শ্রমিকদের জন্য বিআরটিসির ৩০ স্পেশাল বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০১ জুন ২০১৯

এবার ঈদযাত্রায় বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ চেয়ে গত ২৮ মে ঢাকার রাজপথে দাঁড়িয়েছিল পোশাক শ্রমিকরা। তাদের সেই দাবি পূরণ হচ্ছে। পোশাক শিল্প শ্রমিকদের জন্য আলাদা ৩০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

ঈদ স্পেশাল সার্ভিসের অংশ হিসেবে শ্রমিকদের বাড়ি ফেরার ক্ষেত্রে ভোগান্তি কমাতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে বিআরটিসির প্রধান প্রকৌশলী মো. লোকমান হোসেন মোল্লা জানান, ‘প্রতিবছরই বাড়ি ফেরা না ফেরা, আগাম ছুটি নিয়ে দ্বিধায় থাকেন গার্মেন্টস ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা। কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এ বছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য। এগুলো আগামী ৩ জুন সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

তিনি জানান, এ ছাড়া ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরও ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে।

জেইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।