কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লায় গণপিটুনিতে ইউনুছ নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোরে চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের মহিচাইল-গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুছ জেলার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় দুপুরে চান্দিনা থানায় ২টি মামলা হয়েছে। চান্দিনা থানার এসআই সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের মহিচাইল-গজারিয়া এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে গাড়ির যাত্রী ও স্থানীয় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এ সময় ইউনুছ (৩০) নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জাগো নিউজকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে ডাকাত ইউনুছ মারা গেছে। ময়নাতদন্তের পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।