বৃষ্টি বাড়তে পারে শনিবার সন্ধ্যার পর
সারাদেশে শনিবার (১ জুন) সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং তা কয়েকদিন ধরে থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৩১ মে) বিকেলে আবহাওয়াবিদ আরিফ হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।
অন্যদিকে আজ (শুক্রবার) সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয় রাজশাহী, পাবনা, ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ (শুক্রবার) ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল (শনিবার) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।
পিডি/এমএমজেড/পিআর